জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার চুরি মামলার পলাতক আসামী মোঃ শহিদ আকন্দ(৫০)কে নওগাঁ জেলার রাণীনগর ত্রীমোহনী(উপজেলার পার্শ্বে) হইতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চুরি/দস্যূতা মামলা সংক্রান্তে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। গ্রেফতার আসামী- মোঃ শহিদ আকন্দ, পিতা-মৃত আহসান, গ্রাম-শোনাগারি, গবিন্দগঞ্জ, গাইবান্ধা। এবং বর্তমান ঠিকানা- গ্রাম-চকমনো, পোষ্ট- রানীনগর, থানা- রানীনগর, জেলা- নওগাঁ।