জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা পুলিশের এসআই মোঃ আব্দুল আলীম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানাধীন রুকিন্দীপুর ইউপির পালশা কবিরাজপাড়া গ্রাম হইতে মোঃ মিলন (৩৬), পিতা-মোঃ মাজেদুল ইসলাম, গ্রাম-রুপনারায়নপুর, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁকে ৯১ বোতল ফেন্সিডিল এবং পৃথক অভিযানে পিএসআই মোঃ জাহেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপীনাথপুর ইউপির চাপাগাছী(হরিসাড়া) গ্রাম হইতে মোঃ সাইদুর রহমান (৪৫), পিতা-মৃত সামছুদ্দিন, গ্রাম-চাপাগাছী(হরিসাড়া), থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটকে ১০লিঃ চোলাইমদসহ গ্রেফতার করা হয়েছে।