স্যার, অদ্য ইংরাজি 17.1.2020 তারিখ 21 টা 15 মিনিটের সময় অত্র থানাধীন মহারাজপুর ফিল্ডের হাট এর সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামি ভুট্টু ওরফে বক্তার, বয়স 32 পিতা মৃত আব্দুর রাজ্জাক সাং রামজীবনপুর পুলপাড়া ইউনিয়ন বালিয়াডাঙ্গা, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ এর দখল হইতে 115 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন।