স্যার, আসসালামু অলাইকুম অদ্য ইংরাজি 17.1.2020 তারিখ 21 টা 20 মিনিটের সময় অত্র থানাধীন মহারাজপুর ফিল্ডের হাট এর সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামি তারিক (26)পিতা- মৃত নজরুল, সাং গোলাবাড়ি থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ এর দখল হইতে 50 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন।