৩৫ বোতল ফেন্সিডিল ও ০১ টি মোবাইল ফোন সহ ০১ জন আসামী গ্রেফতার।

অত্র মামলার বাদী এএসআই/ মো: শুকুর আলী, সংগীয় অফিসার এসআই/শ্যামল কুমার সরদার, কং/৬২৫ মো: আবু সাঈদ, কং/৪৭৪ মো: রুবেল মাহমুদ ভোলাহাট থানার জিডি নং- ৩৫৩, তারিখ- ১০/০১/২০২০ খ্রি. মূলে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে অত্র থানাধীন খাসপাড়া মোড়ে অবস্থানকালে ইং ১১/০১/২০২০ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় আসামী ১. (8877F) মো: শামীম রেজা @ কারিম (২২), পিতা- মো: জবদুল হক, মাতা- মোসা: উনজিলা বেগম, স্থায়ী গ্রাম- উত্তর মকিমপুর (গড়) , উপজেলা/থানা- শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জকে শরীরে বিশেষ কায়দায় জড়ানো নেভি-ব্লু রংয়ের প্রসেস এর মধ্যে রক্ষিত ৩৫ (পয়ত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং আসামী শামীম এর ব্যবহারকৃত একটি বাটনওয়ালা সোনালী-কালো রংয়ের Winmax মোবাইল। যার ভিতরে ০২ টি সিম কার্ড সংযুক্ত আছে। সিম কার্ড ০২ টির নাম্বার ০১৩০৬-১১৭৩২৮, ০১৭৯৮-৩২৮৬৬৫, আইএমই নং ১) ৩৫৫৪৪২০৮২৬৬৩২১৭, আইএমই নং ২) ৩৫৫৪৪২০৮২৬৩২২৫ গোপন সংবাদের ভিত্তিতে ছোট জামবাড়ীয়া গ্রামস্থ জামবাড়ীয়া ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। অ্ত্র মামলা বাদী থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব এজাহারটি আমলে নিয়ে ভোলাহাট থানার মামলা নং ০৪, তারিখ ১১/০১/২০২০, ধারা- 1974 mv‡ji Special Power Act, 25-B (1)(b) রুজু করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই/শ্যামল কুমার সরদার, বিপি-৭৬৯৫১০০৮০৬







সর্বশেষ সংবাদ
DIG Homepage