জেলা গোয়েন্দা শাখার অভিযানে অদ্য ০৭/০৯/২০১৯ইং দুপুর ১৩ঃ৩০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন ধোবরাবাজারে জনৈক হুদার বাড়ীর সামনে রাস্তার উপর হইতে আসামী মোঃ ফটিক প্রকাশ ইঞ্জিন (৩৫) পিতা- মোঃ লতিফ ঘোষ সাং বহরাম ঘোষপাড়া থানা-চাঁপাই নবাবগঞ্জকে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগজিন দুই রাউন্ড গুলিসহ আটক করে।তার দেওয়া তথ্যমতে তার বাড়ীর পাশ্বে হইতে ০৪ টি হাসুয়া উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ ১২ (বার) মামলা বিচারাধীন আছে।অভিযান অব্যাহত আছে।