জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস ছালাম(সদর সার্কেল) এবং জনাব মোঃ সাজ্জাদ হোসেন(সদর)এর নেতৃত্বে জয়পুরহাট থানা, আক্কেলপুর থানা এবং জয়পরহাট ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়পরহাট থানার জামালপুর ইউনিয়নের চারমাথা পল্লী জননী মার্কেটে যৌথ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।এসময় আসামীদের নিকট হতে ০৩(তিন)পিস্তল, ০৪(চার)টি ম্যাগাজিন ও ০৪(চার) রাউন্ড গুলি, ০৬(ছয়)টি ককটেল, ১৩(তের)টি সামুরাই, ০৫(পাঁচ)টি বড় ছোড়া, ০৭(সাত)টি ছোট ছোড়া, ০২(দুই)টি চাইনিজ কুড়াল, ০১(এক)টি রাম-দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রঞ্জু সরকর(৩৩) পিতা-মিন্টু সরকার, গ্রাম-দক্ষিণ জামালপুর দুধিয়াপাড়া, থানা- জয়পুরহাট এবং মোঃ আক্কাস আলী(৩৫), পিতা০ মোঃ সুরত আলী, গ্রাম- জিয়াপুর, থানা- ক্ষেতলাল, উভয় জেলা- জয়পুরহাট। উল্লেখ্য যে আসামী রঞ্জু সরকারে রিরুদ্ধে পূর্বে ডাকাতি ও বিস্ফোরকসহ ০৮ টি মামলা রয়েছে।