রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪১ জন গ্রেফতার

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিওম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (২৯-১২-২০১৯ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ১০ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০৫ জন, দূর্গাপুর থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০৪ জন, বাঘা থানা ০৭ জনকে আটক করে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৯ জনকে মাদকদ্রব্যসহ ১৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ মানিক মিয়া(২২) কে ৫০০গ্রাম হেরোইনসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আঃ রাজ্জাক(২৪) ও ২নং মোঃ দুলাল হোসেন(৪১) কে ০৮বোতল ফেন্সিডিল এবং ৩নং মোঃ পরশ মিয়া(২১) কে ০৬বোতল ফেন্সিডিলসহ আটক করে। দূর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ মোজাফ্ফর হোসেন @ মোজাম(৪৫) এবং ২নং মোঃ মফিজ উদ্দিন(৫০) কে ২২গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের অপরাধে আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ আসিকুর রহমান @ আসিক(২৫) এবং ২নং মোঃ আঃ হান্নান(৪০) কে ৫৪বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ আব্দুল আওয়াল @ রান্টু(৩৫) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage