এ্যাম্পলসহ স্বামী-স্ত্রী আটক, পাঁচবিবি থানা

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮’শ ৯০পিস নেশার এ্যাম্পলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ এসআই মোঃ হাফিজুর রহমান। আটককৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেংগ্রামের রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী মিতু বেগম। শনিবার দুপুরে জয়পুরহাট-হিলি পাকা রাস্তার পাঁচবিবি নওদা সরদার পাড়া এলাকায় দিয়ে ভ্যান যোগে জয়পুরহাট যাওয়ার সময় থানা পুলিশ তাদেরকে আটক করে দেহ তল্লাসী করার এক পর্যায়ে পলিথিনে রাখা ব্যাগ হতে উক্ত এ্যাম্পল গুলো উদ্ধার করে। মাদক বহনের অপরাধে তাদেরকে মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage