পাঁচবিবি থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭’শ পিস নেশার ট্যাবলেট ইয়াবাসহ ১’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ এসআই মোঃ গোলাম মোস্তফা। আটক ব্যাক্তি পাঁচবিবি পৌর এলাকার গণেশপুর এলাকার মৃত এলাহী বক্সের ছেলে আঃ গফুর @ ফটিক বাবু। সোমবার সকালে পাঁচবিবি ডিগ্রী কলেজের নির্মাধীন একটি বিল্ডিংয়ে ইয়াবাগুলো কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল আঃ গফুর @ ফটিক বাবু। এসময় থানা পুলিশ হাতেনাতে ইয়াবাসহ তাকে আটক করে।