পাঁচবিবি থানার এসআই মোঃ আমিনুর রহমান ও এসআই দেওয়ান মোঃ এনামুল হক সংগীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ফেন্সিডিল ৪৫ বোতল এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ০৩ জন মাদক ব্যবসয়ীকে আটক করেন। আটককৃতরা হলেন- ১। মোঃ মাছিয়ার মন্ডল (৩০) পিতা-মৃত আহম্মদ আলী, সাং-বিয়ালা ভাদরালপাড়া, থানা-কালাই, জেলা-জয়পুরহাট, ২. মোঃ আরিফ হোসেন (২৪), পিতা- মোঃ আজাদ আলী স্থায়ী : গ্রাম- ভীমপুর, থানা- পাঁচবিবি, জয়পুরহাট, ৩. মোঃ সাগর (২৪), পিতা- মৃত বেলাল সরদার স্থায়ী : গ্রাম- হারাইল পশ্চিমপাড়া, থানা- জয়পুরহাট সদর, জয়পুরহাট।