বগুড়া জেলার বিশেষ অভিযানে সোনাতলা থানার এসআই/মোঃ আব্দুল জাব্বার আলী, এএসআই/মোঃ মিজানুর রহমান, এএসআই/মোঃ আতিকুর রহমান অভিযান পরিচালনা করিয়া ইং ২০/১২/১৯ তারিখ সকাল ৬.৩০ ঘটিকার সময় আসামী মোঃ এনামুল মন্ডল @ সাজিনা (৪০), পিতা- মোঃ বাচারী মন্ডল স্থায়ী : গ্রাম- পশ্চিম তেকানী (মুন্সি পাড়া) , থানা- সোনাতলা, জেলা-বগুড়াকে ১০০ (একশত) গ্রাম গাঁজা এবং একই দিনে সকাল ৮.৩০ ঘটিকার সময় এসআই/মোঃ আব্দুল মান্নান সরকার, এএসআই/মোঃ মিজানুর রহমান, এএসআই/মোঃ আতিকুর রহমান সোনাতলা থানাধীন পশ্চিম তেকানী গ্রামস্থ মুন্সীবাড়ী গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে অত্র থানাধীন মোঃ গোলজার মন্ডলের পুত্র মোঃ পলিন (২৯)'কে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। পৃথক অভিযানে এএসআই/মোঃ শাহিনুর আলম, এএসআই/মোঃ মাসুদ রানা এবং এএসআই/মোঃ নাহিদ হোসেন ওয়ারেন্টের আসামী ০২ জন গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালেত প্রেরন।