বগুড়া সদর থানায় বাংলা মাদ সহ আসামী গ্রেফতার

বগুড়া সদর থানাধীন সরকারী আজিজুল হক কলেজের মেইন গেটের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর  এসআই মোঃ আইয়ূব আলী সংগীয় অফিসার ফোর্সসহ আসামী ১.মোঃ দুখু মিয়া (২১), পিতা- মোঃ আইনুল হক স্থায়ী : গ্রাম- সেউজগাড়ী, উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ ২. মোঃ বেলাল (২০), পিতা- মোঃ শাহাদত স্থায়ী : (নারুপাড়া (চকবেদনা)) , উপজেলা/থানা- নাটোর সদর, নাটোর, বাংলাদেশ দ্বয়কে বগুড়া সদর থানাধীন সরকারী আজিজুল হক কলেজের মেইন গেটের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ইং-১৯/১২/২০১৯তারিখ রাত্রি ২১.১৫ ঘটিকার সময় ৫লিটার বাংলা মদ সহ ধৃত করিয়া এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানায় একটি রুজু করা হয় ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage