বগুড়া সদর থানাধীন সরকারী আজিজুল হক কলেজের মেইন গেটের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর এসআই মোঃ আইয়ূব আলী সংগীয় অফিসার ফোর্সসহ আসামী ১.মোঃ দুখু মিয়া (২১), পিতা- মোঃ আইনুল হক স্থায়ী : গ্রাম- সেউজগাড়ী, উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ ২. মোঃ বেলাল (২০), পিতা- মোঃ শাহাদত স্থায়ী : (নারুপাড়া (চকবেদনা)) , উপজেলা/থানা- নাটোর সদর, নাটোর, বাংলাদেশ দ্বয়কে বগুড়া সদর থানাধীন সরকারী আজিজুল হক কলেজের মেইন গেটের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ইং-১৯/১২/২০১৯তারিখ রাত্রি ২১.১৫ ঘটিকার সময় ৫লিটার বাংলা মদ সহ ধৃত করিয়া এজাহার দায়ের করিলে বগুড়া সদর থানায় একটি রুজু করা হয় ।