লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই মোহাম্মদ ফজলুল হক সঙ্গীয় অফিসার ফোর্স সহ লালপুর থানাধীন বিরোপাড়া গ্রামস্থ জনৈক মোঃ সিজান, পিতা- মোঃ মজিবর রহমান এর কলা বাগানের দক্ষিণে গোপালপুর টু চামটিয়া গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবা সহ আসামী ১. (86KKK) মোঃ রুবেল (২৮), পিতা- মোঃ সাহার উদ্দিন স্থায়ী : গ্রাম- বাওড়া (বর্তমান ঠিকানা শ্বশুর মোঃ আঃ সাত্তার, স্ত্রী- মোছাঃ ছানোয়ারা, সাং- বীরোপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (86KL2) আরিফুল ইসলাম (২০), পিতা- মোঃ বাবলু আলী স্থায়ী : গ্রাম- বিরোপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (86KL8) মোঃ রেজা (৪২), পিতা- মৃত রিয়াজ উদ্দিন স্থায়ী : গ্রাম- বিরোপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোরকে হাতে নাতে গ্রেফতার করেন এই সংক্রান্তে লালপুর থানায় ১টি মামলা দায়ের করা হয়।