লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ সেলিম হোসেন সঙ্গীয় এসআই মোঃ সাজ্জাদুল ইসলাম, এএসআই মোঃ ওবাইদুর রহমান, এএসআই মোঃ শাহিনুর রহমান, কং/১৭০ মোঃ হেলাল উদ্দিন, কং/৬০২ মোঃ আকরামুল হোসেন, ড্রাই কং/ ৬৩৪ মোঃ অসিম আলী লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকালে ইং ১৮/১২/১৯ তারিখ- সকাল ০৬.২৫ ঘটিকার সময় এসআই মোঃ সেলিম হোসেন লালপুর থানাধীন মমিনপুর গ্রামস্থ ধৃত আসামীর বসত বড়ীর শয়ন ঘরের মধ্যে হইতে গাঁজা সেবন রত অবস্থায় আসামী ১. (86JKG) মোঃ পিয়ারুল ইসলাম (৩৫), পিতা- মৃত মকছেদ আলী স্থায়ী : গ্রাম- মমিনপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। একই তারিখ ১০.০৫ ঘটিকার সময় এসআই মোঃ সাজ্জাদুল ইসলাম লালপুর থানাধীন ধুপইল বাজারস্থ মাইক্রোবাস ষ্ট্যান্ডের মাঠে হইতে আসামী ১. (86JFM) মোঃ মিঠু (৪৫), পিতা- মোঃ আব্দুল গফুর মোল্লা, মাতা- মোছাঃ সুফিয়া খাতুন স্থায়ী : গ্রাম- ধুপইল (পয়তারপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় ০২টি পৃথক পৃথক মামলা রুজু করা হয়।