জেলা গোয়েন্দা শাখা অদ্য ০২/০৯/২০১৯ সন্ধ্যা ৬:০৫ ঘটিকায় নামোশংকরবাটি দক্ষিনচড়াগ্রাম হতে আসামী ( ১) মোঃ ইকবাল হোসেন মিস্ত্রি (৪০) পিতা-মৃত বাবলু, ভাংড়া, বেলপুকুর (২) মোঃ রানা হামিদ(৪২), পিতা-মৃত আব্দুল হামিদ, কাজলা (৩) মোখলেছুর রহমান(৩৫), পিতা-মো মুনতাজ আলী, মিরকামারী, কাটাখালী, রাজশাহীদেরকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।