জেলা গোয়েন্দা শাখা অভিযানে অদ্য ০৩/৯/২০১৯ তারিখ ২১ঃ২০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ মডেল থানাধীন মহারাজপুর বালুবাগান চকটোলা গ্রাম হইতে আসামী মিঠুন আলী(২২)পিতা-মোঃমোফাজ্জল হোসেন সাং-ঊণিশ বিঘী থানা- শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ১৫০(একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে ।