ইং ১৬/১২/১৯ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় এসআই মহসীন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অত্র সদর মডেল থানাধীন রামচন্দ্রপুর বাজারে মহবুল ষ্টোরের সামনে পশ্চিম পার্শ্বে হইতে আসামী মো. জাহাঙ্গাীর আলম (৪৫), পিতা- মৃত কালূ মন্ডল স্থায়ী : গ্রাম- রামচন্দ্রপুর হাট (বেহারাপাড়া (০৬নং ইউপি রানিহাটী)) , উপজেলা/থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ কে ১২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।