অদ্য ১৫/১২/১৯ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে বালিয়াহালট নামক স্থানে জেলা পুলিশ, পাবনা কর্তৃক নির্মিত স্মৃতিস্তম্ভ “বীরত্ব অবিনশ্বর” ও পুলিশ লাইন্স প্যারেড মাঠে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পকস্তবক অর্পণ করা হয়। মাননীয় পুলিশ সুপার উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল জলিল মন্ডল, অবসরপ্রাপ্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল রহিম লাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, পাবনা ও প্রফেসর শিবজিত নাগ, সভাপতি, প্রেসক্লাব, পাবনাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং জেলা পুলিশ, পাবনার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন ও আলোচনা শেষে বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের উপহার সামগ্রী প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। পরবর্তিতে উপস্থিত সকলেই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।