রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) জনাব মোঃ নূরে আলম এবং ডিবির পুলিশ পুরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে চারঘাট থানাধীন ইউসুফপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কতিপয় মাদকব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে পায়ে হেঁটে ইউসুফপুর কান্দিপাড়া গ্রাম হতে ইউসুফপুর বাহাদুরপাড়া গ্রামের দিকে যাচ্ছে। পরবর্তীতে ডিবি পুলিশ উক্ত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে আসামীদের মাথায় থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়েঁ পালিয়ে যায়। পলাতক আসামী ১। মোঃ আছব (৩৫), ২। মোঃ ইউসুফ (৩৫), উভয় পিতা- হাসেম আলী, ৩। মোঃ আরিফুল ইসলাম @ আরিফ (২৫), পিতা-মোঃ শরিফ, সর্ব সাং-ইউসুফপুর কান্দিপাড়া, ৪। মোঃ আবুল কালাম (৪০), পিতা-মৃত খবির, সাং-ইউসুফপুর মন্ডলপাড়া, সর্ব থানা-চারঘাট, জেলা-রাজশাহীদের ফেলে যাওয়া চারটি বস্তা উদ্ধার করে ৫০০ (পাঁচশত) বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সংক্রান্তে চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।