মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বিজয় র‍্যালি, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

“বিজয় র‍্যালি, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার রাজশাহী মহোদয়” অদ্য ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখ  রবিবার সকাল ১১:০০ টায় জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে ‘বিজয় র‍্যালি উদযাপন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের মহান মুক্তিযুদ্ধে তাদের চিরস্মরণীয় অবদানকে ভবিষ্যৎ প্রজন্মে তুলে ধরার জন্য সংরক্ষণের অনুরোধ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের ঈর্ষণীয় অগ্রযাত্রার উপর আলোকপাত করেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ যথাযোগ্য মর্যাদায় পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি গুজবে কান না দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকতে আহবান জানান। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার, রাজশাহী, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী এবং সভাপতি ছিলেন জেলা প্রশাসক, রাজশাহী। উল্লেখ্য উক্ত সভা শেষে পুলিশ সুপার মহোদয় সিভিল সার্জন কার্যালয়, রাজশাহীর আয়োজনে ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ যোগদান করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage