অদ্য ইং-১৩/১২/১৯ তারিখ রাত্রী ০১.৫০ ঘটিকার সময় এসআই রনি সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবগঞ্জ থানাধীন পিরোজপুর তোহাখানা গ্রামস্থ জনৈক মোঃ সাইদুর রহমান এর আম বাগান হইতে আসামী ১। মোঃ মিঠু @ মিঠুন (২৪), পিতা- মোঃ মনিরুল ইমলাম @ পুটু, সাং- কর্নখালি পূর্বটোলা, থানা-শিবগঞ্জ ২। মোঃ নাজমুল হাসান (২৭), পিতা- মোঃ নজরুল ইসলাম সাং-কৃষ্ণপুর, ৩। মোঃ পরশ আলী (২৯), পিতা- মোঃ সায়েদ আলী, সাং- বড়গাছী উভয় থানা- ভোলাহাট সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জগনকে ৮ টি অবিস্ফোরিত ককটেল সহ গ্রেফতার করেন।