গুরুদাসপুর থানা পুলিশ কর্তৃক ০৪ জন মাদক ব্যবসায়ী আটক

পুলিশ সুপার নাটোর মহোদয়ের নির্দেশে মাদকবিরোধী অভিযানে গুরুদাসপুর থানা পুলিশের টিম গত ইং ০৭-১২-১৯ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কাচিকাটা টোল প্লাজার সম্মুখ হইতে একটি টাটা পিকআপ তল্লাশি চালিয়ে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিলসহ আসামি ১। নূর মোহাম্মদ (২০) পিতা মোশারফ হোসেন গ্রাম শিবপুর থানা চারঘাট জেলা রাজশাহী ২। মোঃ ইমন আলি (১৮) পিতা মোহাম্মদ আলী গ্রাম- তাড়াশ থানা- বেলপুকুর আরএমপি রাজশাহী দ্বয় কে গ্রেফতার করে এবং অপর এক অভিযানে চাপিলা ইউনিয়ন থেকে আসামি ১। বিভীষণ পাহান (৩৮) পিতা মৃত কালিপদ পাহান ২। পানেষ পাহান (৩৫) পিতা মৃত বিপিন পাহান উভয় সাং পাইকপাড়া (মুক্ত বাজার) থানা গুরুদাসপুর জেলা নাটোর দ্বয় কে ২০ (বিশ) লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা সাপেক্ষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage