গুরুদাসপুর থানা পুলিশ কর্তৃক রিভলবারসহ ০২ জন গ্রেফতার

পুলিশ সুপার নাটোর মহোদয়ের নির্দেশে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গুরুদাসপুর থানা পুলিশের টিম এসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই আবু কালাম আজাদ, এএসআই মোঃ রুবেল আলী, কং/৪১৫ মোঃ শহিদুল ইসলাম গন গত ইং ১১-১২-১৯ তারিখ ১৭.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর ‍উপজেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলন নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে বিদেশি রিভলবার ও ০২ রাউন্ড গুলিসহ ১। মোঃ হুমায়ন কবির (২০) পিতা-মোঃ ইয়াকুব মন্ডল, সাং-জুমাইনগর, ২। মোঃ মনছুর মোল্লা (১৯) পিতা-রায়হান মোল্লা, সাং-ঝাউপাড়া, উভয় থানা-গুরুদাসপুর জেলা-নাটোরদ্বয় যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাহাদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাদের কে বিজ্ঞ আদালাতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage