পুলিশ সুপার নাটোর মহোদয়ের নির্দেশে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গুরুদাসপুর থানা পুলিশের টিম এসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই আবু কালাম আজাদ, এএসআই মোঃ রুবেল আলী, কং/৪১৫ মোঃ শহিদুল ইসলাম গন গত ইং ১১-১২-১৯ তারিখ ১৭.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলন নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে বিদেশি রিভলবার ও ০২ রাউন্ড গুলিসহ ১। মোঃ হুমায়ন কবির (২০) পিতা-মোঃ ইয়াকুব মন্ডল, সাং-জুমাইনগর, ২। মোঃ মনছুর মোল্লা (১৯) পিতা-রায়হান মোল্লা, সাং-ঝাউপাড়া, উভয় থানা-গুরুদাসপুর জেলা-নাটোরদ্বয় যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাহাদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাদের কে বিজ্ঞ আদালাতে সোপর্দ করা হয়।