এসআই/শ্যামল কুমার সরদার সঙ্গীয় কং/৬২৫ মোঃ আবু সাঈদ, কং/৪৭৪ মোঃ রুবেল মাহমুদ, কং/১৩৭ মোঃ আমিনুল ইসলাম, কং/৬৭৬ মোঃ হাবিবুর রহমান সকলেই ভোলাহাট থানা, জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং ধৃত আসামী-১। মোঃ সিফাত (১৯), পিতা- মোঃ রাশিদুল, মাতা- মোসাঃ আলেয়ারা বেগম, সাং গোলাবাজার (সরকারপাড়া), থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ সেলিম (৩০), পিতা- মোঃ খারেচ, মাতা- মোসাঃ বেগম, সাং খাড়ইল, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীদ্বয় এর হেফাজত হইতে উদ্ধারকৃত ৪৮ (আটচল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও একটি রেজিষ্ট্রেশন বিহীন কালো-নীল রংয়ের TVS METRO, ১০০ সিসি মোটর সাইকেল যাহার চেসিস নং- MD625MF5XA1E51206, ইঞ্জিন নং- CF5EA1446152, মূল্য অনুমান ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা এবং জব্দ তালিকাসহ থানায় এজাহার দায়ের করেন যে, বাদী সঙ্গীয় ফোর্স সহ ভোলাহাট থানার জিডি নং- ২০৮, তারিখ- ০৫/১২/১৯ খ্রি. মূলে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ইং ০৬/১২/১৯ তারিখ রাত্রী ০৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দুই জন মোটর সাইকেল আরোহী একটি কালো-নীল রংয়ের টিভিএস মোটর সাইকেল যোগে ফেন্সিডিল বহন করিয়া শিবগঞ্জ থানাধীন বাটার মোড় হতে ভোলাহাটের দিকে আসছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ ভোলাহাট থানা সাহেবকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য রওনা হইয়া ইং ০৬/১২/১৯ তারিখ ভোর ০৬.৩০ ঘটিকার সময় আমি সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন ছোট জামবাড়ীয়া গ্রামস্থ মাটিয়াবান ব্রীজের মোড়ে পাকা রাস্তার উপর ওঁৎ পেতে থাকেন। ইং-০৬/১২/১৯ তারিখ ভোর ০৬.৪৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া প্রাপ্ত তথ্যের সাথে মিল পাইয়া ভোলাহাটের দিকে আসা একটি মোটর সাইকেল থামানোর সংকেত দেই এবং ধৃত আসামীদ্বয় তাৎক্ষনিক ভাবে মোটর সাইকেল ফেলে রেখে দৌঁড়ে পালানোর সময় বাদী সঙ্গীয় ফোর্সসহ ০২ (দুই) জনকে ধৃত করেন। তথায় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয়ের দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া আসামীদ্বয়ের ব্যবহৃত ০২ (দুইটি) কালো রংয়ের মোবাইল (যাহার একটির নাম VIVO 1815, IMEI NO-865407010000009, যাহার ব্যবহৃত মোবাইল নং ০১৩১৯-৩৫৬৮৪২ এবং অপরটি নাম Itel, মডেল নং it2171, IMEI NO- 357902108652146, IMEI NO- 357902108652153,, যাহার ব্যবহৃত মোবাইল নং ০১৭১৩-৭১৮২৬৬, ০১৭৬৬-৫২০৫৬৭, এবং তাদের ব্যবহৃত উপরে বর্নিত মোটর সাইকেল ও ০২ জন আসামীর মাঝখানে ধৃত আসামী সিফাত এর কোলের উপর হতে কালো রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে গোলাপী রংয়ের টিস্যু ব্যাগের মধ্যে কসটেপ দ্বারা মোড়ানো ১২ (বার) বোতল এবং কফি রংয়ের টিস্যু ব্যাগের মধ্যে সাদা রংয়ের কার্টুনের মধ্যে সুতলি দিয়ে বাঁধাই করা কসটেপ দ্বারা মোড়ানো ৩৬ (ছত্রিশ) বোতল, সর্ব মোট ৪৮ (আটচল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। প্রতিটি ইনটেক প্লাষ্ট্রিকের বোতলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus “PHENSEDYL” HIMACHAL PRADESH INDIA, 100mlলেখা আছে। প্রতিটি বোতলের নিচে খোদাই করা ইংরেজিতে SHREE NAINA Abbott লেখা আছে। প্রতি বোতল ফেন্সিডিলের মূল্য অনুমান ৬০০/- টাকা করিয়া (৪৮×৬০০)= ২৮,৮০০/- (আঠাশ হাজার আটশত) টাকা উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইং ০৬/১২/১৯ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় আমি উদ্ধারকৃত আলামত ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিল, উপরে বর্ণিত মোটর সাইকেল এবং ০২ টি মোবাইল ফোন জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় উপর্যুক্ত সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন এবং বাদী নিজেও স্বাক্ষর করেন। এ সংক্রান্তে এসআই/শ্যামল কুমার সরদার ধৃত আসামী ও জব্দকৃত আলামত এবং জব্দ তালিকা প্রস্তুত করিয়া থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব এজাহারটি আমলে নিয়ে ভোলাহাট থানার মামলা নং ০৩, তারিখ ০৬/১২/১৯ ইং, ধারা- 1974 সালের Special Power Act, 25-B (1)(b)/25 D রুজু করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:জাহাঙ্গীর আলম।