মহান বিজয় দিবস উপলক্ষ্যে হাম্দ/না’ত ও ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন

বগুড়া জেলা পুলিশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসা পর্যায়ে হামদ্/ নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা বৃহস্পতিবার শিবগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। পরে অংশগ্রহণকারীদের মধ্যে হামদ্ / নাত, ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অনুষ্ঠানের ক্বিরাত প্রতিযোগিতায় পাতাইর ধুলাঝাড়া এইউ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাহদী হাসান ১ম স্থান অধিকার করে, ২য় স্থান অধিকার করে হরিপুর চলনাকাঁথি ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী হাবিবুল্লাহ, ৩য় স্থান অধিকার করে খয়রপুর সোলেমানিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হাবিবুর রহমান, হাম্দ/না’ত প্রতিযোগিতায় বিহারহাট দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খাতুন ১ম স্থান অধিকার করে, ২য় স্থান অধিকার করে সেকেন্দ্রাবাদ দাখিল মাদ্রাসার সুমাইয়া খাতুন, ৩য় স্থান অধিকার করে দহপাড়া দারুল উলুম দ্বিমুখী দাখিল মাদ্রাসা শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান । এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক অপারেশন ( নান্নু খান), প্রতিযোগিতার বিচারক মন্ডলী মাওঃ আলমগীর হোসেন, মাওঃ বেলাল হোসেন, মাওঃ ইউসুফ আলী, মাদ্রাসার সুপার আব্দুস সালাম, মাওঃ আবু রায়হান প্রমুখ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage