নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন ইমু প্রতারক গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই মোঃ খাইরুজ্জামন, এসআই মোহাম্মদ ফজলুল হক, এএসআই মোঃ আকবর আলী লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালে লালপুর থানাধীন মাধবপুর কৃষ্ণপুর গ্রামস্থ আসামী মোঃ পলাশ (১৯), পিতা- মোঃ আকসেদ আলী তার বসত বাড়ীর পশ্চিম দোয়ারী শয়ন ঘরের মধ্যে হইতে এন্ড্রোয়েড মোবাইল ফোনে অশ্লীল ও নগ্ন ভিডিও এবং অশ্লীল স্থির ছবি সংরক্ষণ করিয়া ইমুর মাধ্যমে প্রতারককে এসআই মোঃ জাহাঙ্গীর আলম গ্রেফতর সহ একটি নেভীব্লু রংয়ের TECNO এন্ড্রোয়েড মোবাইল ফোন, যাহাতে একটি সিম কার্ড ও একটি SAMSUNG 16 GB মেমোরী কার্ড, মূল্য অনুমান ৮,০০০/- টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এই সংক্রান্তে লালপুর থানায় এসআই মোঃ জাহাঙ্গীর আলম একটি মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage