নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০২ জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার অফিসার ফোর্স লালপুর থানার  বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান ডিউটি করা কালে এসআই মোঃ সেলিম হোসেন লালপুর থানাধীন দূর্গাপুর বড়ভিটা সাকিনস্থ জনৈক মোঃ এলাম উদ্দিন (২৮), পিতা- মৃত আতর আলী এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ধার হইতে আসামী ১. (86SJK) মোঃ হাসমত আলী (৩৫), পিতা- মোঃ আশরাফ আলী স্থায়ী : গ্রাম- পাটিকাবাড়ি (খাঁপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (86SJE) মোঃ আরিফ হোসেন (৩২), পিতা- মোঃ আবুল কাশেম স্থায়ী : গ্রাম- পাটিকাবাড়ি (খাঁপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবন রত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন এই সংক্রান্তে এসআই মোঃ সেলিম হোসেন একটি মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage