অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান স্যারের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (অপারেশন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোঃ আসলাম হোসেন, এসআই(নিঃ)/মোঃ গোলজার হোসেন, এএসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ উজ্জল হোসেন এবং শাহজাদপুর থানার অন্যান্য অফিসার ও ফোর্সগন অভিযান পরিচালনাকালে ইং ১০/১২/১৯ তারিখ রাত্রী ০২.১৫ ঘটিকার সময় দ্বারিয়াপুর বাজার এলাকায় অবস্থানকালীন গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানাধীন নুকালী পূর্বপাড়া সাকিনস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ খসরুল আলম (বাড়ীর মালিক) এর উত্তর দূয়ারী চৌচালা টিনের ঘর ভাড়া নিয়া বসবাসরত অবস্থায় ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন এর ভাড়াকৃত উত্তর দূয়ারী টিনের ঘরের পূর্ব পার্শ্বের রুমে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষুধ এবং চোরাচালানের মাধ্যমে আনা ইন্ডিয়ান ঔষুধ । যাহার মধ্যে জব্দ তালিকায় বর্ণিত (ক) ফ্লুক্লক্সাসিলিন ক্যাপসুল, ৫০০ মিঃ গ্রাঃ, ১৪ বক্সে মোট ২,১০০ টি ক্যাপসুল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (খ) অ্যামক্সিসিলিন ক্যাপসুল, ৫০০ মিঃ গ্রাঃ, ০৪ বক্সে মোট ৬০০টি ক্যাপসুল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (গ) ওমেপ্রাজল ক্যাপসুল, ২০ মিঃ গ্রাঃ, ০২ বক্সে মোট ১,০০০টি ক্যাপসুল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (ঘ) সেফিক্সিম ক্যাপসুল, ২০ মিঃ গ্রাঃ, ০৪ বক্সে মোট ৪,০০টি ক্যাপসুল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (ঙ) সেফ্রাডিন ক্যাপসুল, ৫০০ মিঃ গ্রাঃ, ০৭ বক্সে মোট ১,০৫০টি ক্যাপসুল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (চ) টেট্রাসাইক্লিন ক্যাপসুল, ২৫০ মিঃ গ্রাঃ, বক্স ছাড়া খোলাবস্থায় মোট ৫,০০টি ক্যাপসুল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (ছ) সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট, ৫০০ মিঃ গ্রাঃ, ০৩ বক্সে মোট ১,৫০০টি ট্যাবলেট (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (জ) নেপ্রক্স ট্যাবলেট, ৫০০ মিঃ গ্রাঃ, ০২ বক্সে ও বক্স ছাড়াবস্থায় মোট ৩৭০টি ট্যাবলেট (এস.কে.এফ কোঃ লিঃ) (ঝ) এ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, ৫০০ মিঃ গ্রাঃ, ০২ বক্সে মোট ২০০টি ট্যাবলেট (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (ঞ) লিন্ডাম্যাক্স ক্যাপসুল, ৩০০ মিঃ গ্রাঃ, ০৯ বক্সে মোট ৮১০টি ক্যাপসুল (এস.কে.এফ কোঃ লিঃ) (ট) কিলম্যাক্স ট্যাবলেট, ৫০০ মিঃ গ্রাঃ, ০২ বক্সে ও বক্স ছাড়াবস্থায় মোট ১৩৩টি ট্যাবলেট (এস.কে.এফ কোঃ লিঃ) (ঠ) এ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট, ২৫০ মিঃ গ্রাঃ, ০৪ বক্সে মোট ৪০০টি ট্যাবলেট (হাডসন ফার্মাসিউটিক্যাল কোঃ লিঃ) (ড) প্যারাসিটামল ট্যাবলেট, ৫০০ মিঃ গ্রাঃ, ০৪ বক্সে মোট ৪০০টি ট্যাবলেট (দি একমি ল্যাবঃ কোঃ লিঃ) (ঢ) লুমনা ট্যাবলেট, ১০ মিঃ গ্রাঃ, ১১ বক্সে মোট ২,২০০টি ট্যাবলেট (এস.কে.এফ কোঃ লিঃ) (ণ) সেফিক্সিম ক্যাপসুল, ২০০ মিঃ গ্রাঃ, ০১ বক্সে মোট ১০০টি ক্যাপসুল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (ত) লিভোফ্লক্সাসিন ট্যাবলেট, ৫০০ মিঃ গ্রাঃ, ০৩ বক্সে মোট ২৯০টি ট্যাবলেট (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (থ) স্বস্তি গর্ভনিরোধক ইনজেকশন প্যাকেট ও প্যাকেট ছাড়া মোট ১৫০টি ভায়াল (টেকনো ড্রাগস কোঃ লিঃ) (দ) লোসেকটিল ইনজেকশন, ৪০ মিঃ গ্রাঃ, মোট ১৫০টি ভায়াল (এস.কে.এফ কোঃ লিঃ) (ধ) অ্যামাক্সিসিলিন সিরাপ ১০০ মিঃ লিঃ, মোট ০৯ বোতল, (ন) সেফট্রিয়াক্সোন ইনজেকশন, ০১ গ্রাম, মোট ৩৫টি ভায়াল (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) (প) ক্লোরামফেনিকল চোখের মলম, ১%, মোট ৬০টি মলম (এসেনসিয়াল ড্রাগস কোঃ লিঃ) যাহা বাংলাদেশের তৈরী এবং প্রত্যেকটি প্যাকেটের গায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনগত দন্ডনীয় লেখা আছে, (ফ) Cetirizin Hydrochloride Tablet 1 P-10 mg Cenik-Z, Manufactured in India by nikem Drugs PVT, LTD লেখা আছে। যাহার পরিমাণ ৯০০টি ট্যাবলেট (ব) Nimesulide Tablet 100 mg, Manufactured in India by neutec Healthcare PVT, LTD লেখা আছে। যাহার পরিমাণ ৮০০টি ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকাসহ আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৪৫) পিতা-হাজী মোঃ হযরত আলী, সাং-শেলাচাপড়ী নদীর পূর্বপাড়, থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জকে হাতেনাতে ধৃত করিয়া থানায় আনার পর উক্ত আসামীসহ তাহার সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫-B/২৫-D ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের পূর্বে ধারণকৃত ছবি....