লালপুর থানা পুলিশ কর্তৃক লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করাকালে ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সহ ০৩ বোতল ফেন্সিডিল এবং ২০ (পিচ) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। তারা হলেন ১. (87WVD) মোঃ মিন্টু (৩৪), পিতা- মৃত শুকচান প্রাং স্থায়ী : গ্রাম- বেরিলাবাড়ী (জামতালা বেরিলাবাড়ী) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (87WVF) মোঃ কিনাল (২৪), পিতা- মোঃ নুরুল ইসলাম স্থায়ী : গ্রাম- চন্ডীপুর উত্তর, উপজেলা/থানা- বাঘা, রাজশাহী, বাংলাদেশ, ৩. (87WDE) মোঃ তমেজ আলী (৪২), পিতা- মৃত পচা কারীগর স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ,৪. (87X3C) মোঃ হায়দার সরদার (৫৫), পিতা- মৃত নবী সরদার স্থায়ী : গ্রাম- আরামবাড়ীয়া, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ৫. (87X3G) মোঃ সফি বেগ (৩৪), পিতা- মৃত স্বপন বেগ স্থায়ী : গ্রাম- গৌরীপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ। এই সংক্রান্তে লালপুর থানায় ০৩টি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।