জয়পুরহাটে পাঁচবিবিতে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৩ নারী মাদক ব্যবসায়ী আটক

০৯/১২/২০১৯ তারিখ পাঁচবিবি থানার এসআই (নিঃ) দেওয়ান  মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপি এলাকা হইতে  সর্বমোট ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন নারী মাদক ব্যবসায়ীদের আটক করেন। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের ১। মোছাঃ বন্যা আক্তার সুমি (২২) স্বামী-বাবু @ খোর বাবু, শ্বশুর-মৃত আবুল কাশেম, ২। মোছাঃ মুন্নি বেগম (২৫) পিতা-মোঃ জামিল, স্বামী-মোঃ হিরো, শ্বশুর-মোঃ মজিবর রহমান, ৩। মোছাঃ রুমি বেগম (২১) স্বামী-মোঃ রাসেল, শ্বশুর-মোঃ মোঃ নুরুল ইসলাম @ বাবু। জানা যায়, তাহারা যোগসাজসে দীর্ঘদিন যাবৎ হইতে ভারত সীমান্ত এলাকা হইতে ফেন্সিডিল আনিয়া দিনাজপুর, জয়পুরহাট সহ ঢাকার বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রয় করেন।  







সর্বশেষ সংবাদ
DIG Homepage