নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী ও ০৪ জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার অফিসার ফোর্স বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে লালপুর থানার বিভিন্ন স্থান হইতে ০১ জন মাদক ব্যবসায়ী সহ ০৪ জন মাদক সেবনকারীকে হাতে নাতে গ্রেফতার করেন। তারা হলো ঃ ১. (3QG79) মোঃ আজাদ আলী (২৪), পিতা- মৃত আজগার আলী স্থায়ী : গ্রাম- ভাঙ্গুরা (স্বর্ণকার পাড়া) , উপজেলা/থানা- ভাঙ্গুরা, পাবনা, এর কাছ থেকে ২০ পিচ গোলাপী রংয়ের নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন- ২ গ্রাম, মূল্য- ২,০০০/- টাকা এবং ১. (87V7A) মোঃ সজিব ইসলাম (১৯), পিতা- মোঃ শফিকুল ইসলাম স্থায়ী : গ্রাম- মমিনপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (87V7G) মোঃ রায়হান আলী (২০), পিতা- মোঃ আজিজুল ইসলাম স্থায়ী : গ্রাম- মমিনপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (87V7U) মোঃ মেহেদী আলী (১৮), পিতা- মোঃ জাফর আলী স্থায়ী : গ্রাম- মমিনপুর (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ, ৪. (87UYX) মোঃ আরব আলী (২৬), পিতা- মোঃ আফতাব আলী স্থায়ী : গ্রাম- পালিদোহ (পালিদেহা স্কুল পাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে লালপুর থানায় ৩টি পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীগণকে জেল হাজতে প্রেরণ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage