নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী ও ৬ জন জুয়ারী গ্রেফতার

নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশ ক্রমে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই মোঃ খাইরুজ্জামান, এসআই মোঃ সেলিম হোসেন, এসআই মোঃ আজিজুল হক, এসআই এস, এম, জামাল উদ্দিন, এএসআই সৈয়দ করম আলী, এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই মোঃ শহিদুল ইসলাম সহ সঙ্গীয়  ফোর্স সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা কালে লালপুর থানাধীন চকনাজিরপুর গ্রামস্থ জনৈক মোজাহার, পিতা- মৃত বছের উদ্দিন এর আমবাগানের পশ্চিম হইতে ইং ০৭.১২.১৯ইং তারিখ  প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় আসামী ১. (87M3M) মোঃ আতাউর রহমান (৪৬), পিতা- মোঃ করিম প্রাং স্থায়ী : গ্রাম- বিরোপাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (87M3X) মোঃ চঞ্চল (৩৮), পিতা- মোঃ লুৎফর খাঁ স্থায়ী : গ্রাম- পাটিকাবাড়ি (দক্ষিণপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (87M3Q) মোঃ লিটন (২৭), পিতা- মোঃ পাঞ্জু স্থায়ী : গ্রাম- মোহরকয়া (ভাঙ্গাপাড়া মিন্টু চেয়ারম্যানের বাড়ির পাশে) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৪. (87M8C) মোঃ খোকন বিশ্বাস (৩৫), পিতা- মৃত ছলেমান বিশ্বাস স্থায়ী : গ্রাম- গোপালপুর (পৌরসভার পিছনে) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৫. (87M8G) মোঃ হান্নান (৪৮), পিতা- মৃত মান্নান স্থায়ী : গ্রাম- নূর মহল্লা (ঈশ্বরদী নুরমহল্লা মান্নান হুজুর মসজিদের পাশে) , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ৬. (87M8X) মোঃ সাহাবুল (৪০), পিতা- মোঃ আব্দুস সামাদ স্থায়ী : গ্রাম- মাশুরিয়া পাড়া, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার সহ ১। সর্বমোট ৪,২১০/- টাকা, ২। জুয়া খেলার ব্যবহৃত দুইসেট প্লেয়িং DON কার্ড উদ্ধার করে থানা নিয়ে আসেন। থানায় এসে মোঃ জাহাঙ্গীর আলম, বি.পি.নং ৭৩৯৭০৬৫০৫৬, উপ-পুলিশ পরিদর্শক, লালপুর থানা, নাটোর। () মোবাইল : ০১৭১৮-৬২৫৯০১;  এবং একই তারিখ লালপুর থানাধীন বৈদ্যনাথপুর মন্ডলপাড়া গ্রামস্থ আসামী মোঃ রানা (২৮), পিতা- মৃত করিম মন্ডল এর বসত বাড়ীর ভিতর আঙ্গিনা হইতে আসামী ১. (87N1V) মোঃ রানা (২৮), পিতা- মৃত করিম মন্ডল স্থায়ী : গ্রাম- বৈদ্যনাথপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ৬০ গ্রাম শুকনা গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে  তিনি বাদী হয়ে লালপুর থানায় দুইটি পৃথক পৃথক মামলা দায়ের করেন। এসআই মোঃ খাইরুজ্জামান লালপুর থানাধীন সিরাজীপুর মন্ডলপাড়া গ্রামস্থ সিরাজীপুর শ্নাশান ঘাট মোড়ে বটগাছের নিচ হইতে আসামী ১. (87NJF) মোঃ মাজদার রহমান ওরফে মুসা (৩২), পিতা- মোঃ ইসলাম মন্ডল স্থায়ী : গ্রাম- সিরাজিপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ১.৫ গ্রাম, মূল্য অনুমান- ৩,০০০/- টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage