আক্কেলপুর থানাধীন রায়কালী খাপাড়া গ্রামস্থ সাহারপুকুর তিন রাস্তার মোড় নামক স্থানে বটগাছের নিচে ১০/১৫ জন ডাকাত দলের সদস্য রাইকালী বাজারে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করিতেছে এই সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ আবু ওবায়েদ এর নির্দেশে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অফিসার ফোর্স প্রেরণ করিলে তথায় পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আবু রায়হান এসআই আব্দুল আলিম এসআই আমিনুল ইসলাম এসআই নজরুল ইসলাম পিএসআই জাহিদুল ইসলাম নায়েক মাহফুজুর রহমান কনস্টেবল মেজবাউল,কং সবুজ আলীসহ আরও ফোর্স এর সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১। রতন মন্ডল(৩১)২। সোহেল রানা (২৫)৩। মোফাজ্জল মন্ডল কে ডাকাতির প্রস্তুতি কালে রাত্রি অনুমান ১২.৫৫ মিনিটে দেশীয় অস্ত্রশস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। অজ্ঞাতনামা ও পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এ ব্যাপারে আক্কেলপুর থানায় ডাকাতির প্রস্তুতির চেষ্টা মামলা হইয়াছে।