নাটোর জেলার গুরুদাসপুর থানা পুলিশের অভিযানে হত্যার মামলার আসামী, ফেন্সিডিল ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ ০৭ (সাত) জন আসামী গ্রেফতার

পুলিশ সুপার নাটোর মহোদয়ের নির্দেশ হত্যা মামলার পলাতক আসামী ১। মোঃ শুকুর আলী মন্ডল (৫৫) পিতা মৃত জতন মন্ডল ২। মোঃ মতিউর রহমান @মতি পিতা মৃত হোসেন আলী মন্ডল ৩। মোঃ আব্দুল মালেক পিতা মৃত আজিজুল @ আজিজল ইসলাম সাং নাজিরপুর নতুন পাড়া থানা গুরুদাসপুর পলাতক সাজাপ্রাপ্ত আসামি ৪। মোহাম্মদ মিন্টু মিয়া পিতা-মৃত নাসির উদ্দিন সাং-বৃ-পাথুরিয়া থানা গুরুদাসপুর জেলা নাটোর তিনটি ওয়ারেন্টের আসামী ৫। মোঃ আব্দুর রশিদ দেওয়ান পিতা-মৃত জহরলাল সাং বৃকাশ থানা গুরুদাসপুর ৬। আসামি মোঃ আক্তার হোসেন @ আখতারুজ্জামান পিতা মৃত রমজান আলী সাং মকিমপুর থানা গুরুদাসপুর এবং ৩২ (বত্রিশ) বোতল ফেনসিডিলসহ আসামি ৭। আরজ আলী ( ৩২) পিতাঃ মোঃ গুলজার আলম সাং কানসাট বাজার থানা শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ সহ মোট ৭ (সাত) জন আসামি কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে চালান প্রদান করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage