জয়পুরহাট ডিবি কর্তৃক ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন আটক

জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই মোঃ আতিকুর রহমান ও এএসআই মোঃ ইসমাইল হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার পৌরসভা একলাকার দমদমা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম @ মিন্টু এর বসত বাড়ির শয়ন কক্ষ হইতে ৩০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ আশরাফুল ইসলাম(৪৪) কে গ্রেফতার করেন জয়পুরহাট ডিবি পুলিশ। পৃথক একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার এএসআই মোঃ রাকিব হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানার জয়পুরহাট কেন্দ্রীয় বাস ট্রার্মিনাল এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাচুর মোড় এলাকার ইটালি হোটেল এর সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল লইয়া টাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করেছে। এমতাবস্থায় সেখানে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের টিম উপস্থিত হইলে উক্ত ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ০৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ শামসুল আলম(৫০) কে গ্রেফতার করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage