বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে গাঁজা সহ আসামী গ্রেফতার

ইং ০৪/১২/২১০৯ তারিখ বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে নারুরী পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই মোঃ বেল্লাল হোসেন সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ ফরিদ(২৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং চেলোপাড়া, থানা ও জেলা-বগুড়া, ২। মোঃ আলামিন(২২), পিতা মোঃ জয়নাল আবেদীণ, সাং-উত্তর চেলোপাড়া, থানা ও জেলা-বগুড়াদ্বয়কে ইং ০৪/১২/২০১৯ তারিখ ১০.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন উত্তর চেলোপাড়া গ্রামস্থ বটতলা, চেলেপাড়া হইতে ৮০ গ্রাম গাঁজা সহ আটক করেন। এই সংক্রান্তে  বগুড়া সদর থানার এফ আই আর নং-১৭, তারিখ- ১৭ ডিসে, ২০১৯; জি আর নং-১৩০০/২০১৯, তারিখ- ১৭ ডিসে, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;   রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage