মোহনপুর থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে এএসআই/মোঃ মামুনুর রশিদ, এএসআই/মোঃ নূর হোসেন, কং/১১৬৭ আহম্মাদ আলী কর্তৃক মোহনপুর থানার মামলা নং-৩৩৮/১৭ ধারা- এনআইএ্যাকট ১৩৮, এনজিআর-৩২/১৯ এবং দায়রা নং- ৮০৩/১৮ এর চার মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার আসামী ১। মোঃ মাসুদ রানা পিতা- মোঃ তসলেম সাং- কুটালীপাড়া থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage