পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পম্চিম থানার তত্ত্বাবধানে গত ০২/০৯/২০১৯ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পম্চিম থানা পুলিশ থানার সমানে গোলচত্তর হইতে ১০০গজ পূর্ব দিকে মহাসড়কের ঢাকাগামী লেনে, ঢাকাগামী "দেশ ট্রাভেলস" বাস তল্লাশী করিয়া যাত্রী মোঃ সুমন আলী (২২),পিতা-মোঃ হারুন আলী, সাং-শাহাপড়া(চিল্লাইপাড়া) এর নিকট হইতে স্কুল ব্যাগে ৩১ (একত্রিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার মামলা নং-০১ তাং-০২/০৯/২০১৯ ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫- B এর ১ (B) রুজু হইয়াছে।