‘‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়’’

আজ ২৭ নভেম্বর ২০১৯ তারিখ, সোমবার সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে ‘জেনে, বুঝে বিদেশ যাই-অর্থ, সম্মান দুটোই পাই’ স্লোগানকে সামনে রেখে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা” শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজশাহী রেঞ্জ জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি মহোদয় বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৈদেশিক কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক কর্মসংস্থান শুধু দেশের বেকারত্বই হ্রাস করছে না, সাথে সাথে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে ‘মুজিব বর্ষ-২০২০’, ‘রূপকল্প-২০২১’, ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ এবং ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি অবৈধ পথে বিদেশে না যেতে এবং দালালদের দুষ্টচক্রকে প্রতিহত করতে সরকারের সহযোগিতা ও বৈধপথে বিদেশ গমনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার জন্য সবাইকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে যাওয়া এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, উক্ত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, আরএমপিসহ রাজশাহী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage