বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে বনানী পুলিশ ফাঁড়ীতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আলমাস আলী সরকার সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ রনি (৩২), পিতা- মোঃ রমজান আলী স্থায়ী : গ্রাম-চকলোকমান (বিহারী কলোনী, আমান বিল্ডিং)উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াকে ইং ০২/১২/২০১৯ তারিখ ২৩.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন বগুড়া পৌরসভা ঠনঠনিয়া ডক্টরস ক্লিনিক ইউনিট-২ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২০(বিশ) পিচ মাদকদ্রব্য লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট ওজন ০২ গ্রাম সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-১২, তারিখ- ০২ ডিসে, ২০১৯; জি আর নং-১২৯৫/১৯, তারিখ-০৩ ডিসে, ২০১৯; সময়- ০০.১৫ মিঃ ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।