নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসআই মোঃ সেলিম হোসেন, বিপি- ৭৭৯৭০০২৪৮৬, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র), মোবা: ০১৭১৮-৯৩০৩৭৩, লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধীন অভিযান পরিচালনা করে লালপুর থানাধীন জোকাদহ গ্রামস্থ জনৈক মোঃ জলিল মন্ডল, পিতা- মৃত মসলেম মন্ডল, সাং- পুরাতন ঈশ্বরদী এর লিচু বাগানের মধ্যে হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা সহ আসামী মোঃ ১. (878Q5) মোঃ সেলিম (২৬), পিতা- মোঃ খুরশেদ সরদার স্থায়ী : গ্রাম- জোকাদাহা (জোকাদহ) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে এসআই মোঃ সেলিম হোসেন বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage