ফেন্সিডিল ও গাঁজা সহ ০৩ জন আটক, পাঁচবিবি, জয়পুরহাট

ইং ০১/১২/১৯ তারিখ পাঁচবিবি থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে এসআই মোঃ হাফিজুর রহমান, এসআই আহম্মদ আলী সরদার, এসআই মোঃ ফারুক হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ সর্বমোট ১৪ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। উক্ত সময় মাদক ব্যবসায়ী ১। মোছাঃ মুর্শিদা @ মোর্শেদা বেগম (৩২), পিতা- মোঃ মোশারফ মন্ডল, স্বামী- নুর মোহাম্মদ (পরিত্যক্তা) স্থায়ী : গ্রাম- নাকুরগাছী, ২। মোঃ মাহাতাব উদ্দিন (৪২) পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-রামভদ্রপুর (দক্ষিণ রামভদ্রপুর), উভয় থানা-পাঁচবিবি, ৩। মোঃ জাম্বু @ সেলিম রেজা (৩১), পিতা- মোঃ শরীফ, সাং- বনখুর (উত্তরপাড়া), থানা- জয়পুরহাট সদর, সর্ব জেলা-জয়পুরহাটদের আটক করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage