লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার সকল অফিসার লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও W/A তামিল অভিযান করার সময় এএসআই মোঃ মাসুদ রানা লালপুর থানাধীন আঙ্গারীপাড়া গ্রাম হইতে ০২ বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ মোজ্জাম্মেল হক (৫০), পিতা- মৃত জয়নাল মন্ডল, সাং- মহিষাখোলা, থানা- লালপুর, জেলা- নাটোরকে গ্রেফতার করনে।