২৭/১১/২০১৯ তারিখ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালীন এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাগজানা ইউপির কয়া হইতে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ০১ জনকে আটক করেন। আটককৃত হলেন মোঃ হাসান আলী (২৮) পিতা-মৃত আব্দুল জলিল, সাং-মহব্বতপুর, থানা-ক্ষেতলাল, এপি-শ্বশুর-মৃত সাইফুল ইসলাম, সাং-রতনপুর (জোরপুকুর), থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।