বাগমারা থানা পুলিশ কর্তৃক ইং ২৬/১১/১৯ তারিখ মাদক দ্রব্য গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই (নিঃ)/ মোছাঃ ফরিদা ইয়াসমিন, সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ আলতাফ উদ্দিন,  এএসআই মোঃ হাসাল আলী, কং/১৫৭৪ মোঃ জয়নাল আবেদীন, ড্রাই কং/১২৪৭ মোঃ ইউসুফ আলী, সকলেই বাগমারা থানা, জেলা-রাজশাহী গণ ইং ২৬/১১/১৯ তারিখ ১৬.১০ ঘটিকায় বাগমারা থানাধীন মহব্বতপুর গ্রামস্থ জনৈক মোঃ রুহুল আমিন এর ইট ভাটার পূর্ব পার্শ্বে চৌধুরীর মোড় মোহনগঞ্জ টু বাগমারা গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে আসামীর নিজ পান বরজের ভিতর হইতে ২৫ (পঁচিশ) গ্রাম গাঁজা সহ আসামী ১। আসামী মোঃ উজ্জল হোসেন(২২), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মহব্বতপুর, থানা-বাগমারা, জেলা-রাজশাহী কে হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য আইনের মামলা রুজু হয় । আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage