মাদক উদ্ধার

.ইং ২৪/১১/২০১৯ তারিখ ২০.৩৫ ঘটিকার সময় এসআই/মোঃ শামসুজ্জোহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি কালে বড় হরিশপুর গ্রামস্থ মোঃ সালমান আহম্মেদ মুন্না (৩০), পিতা- মোঃ কহির উদ্দিন স্থায়ী : গ্রাম- বড় হরিসপুর (চেয়ারম্যানপাড়া) , উপজেলা/থানা- নাটোর সদর, নাটোর, এর বসতবাড়ী হইতে হেরোইন বিক্রয় করার সময় তাহাকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে মাদক আইনে মামলা রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage