জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি থানা এলাকায় মাদক/জুয়া বিরোধী বিশেষ অভিযানে ০৯ জন জুয়াড়ী গ্রেফতার।

জয়পুরহাট জেলাধীন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মনসুর রহমান এর নের্তৃত্বে অফিসার ফোর্সের যৌথ মাদক/জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া পাঁচবিবি থানাধীন আয়মারসুলপুর ইউপির অন্তর্গত মালিদহ জুয়া খেলার বোর্ড হইতে ১। নগদ ৪,০৬০/- (চার হাজার ষাট) টাকা, ২। তাস ০৪ (চার) সেট, ৩। ১টি প্লাষ্টিকের ত্রিপল উদ্ধার পূর্বক ১। মোঃ শফিকুল ইসলাম (৩৫) পিতা-ছানোয়ার হোসেন, ২। মোঃ মাহবুব আলম (৪৫) পিতা-মৃত আফাজ উদ্দিন, ৩। ওয়ারেস আলী @ আফাল (৫২) পিতা-মৃত শরিফ উদ্দিন, ৪। মোঃ আজাদ (৪৬) পিতা-মৃত জসিম উদ্দিন, ৫। রশিদুল হোসেন (৩০) পিতা-বেলাল মন্ডল, ৬। গোলাম রব্বানী (২৮) পিতা-আফাজ উদ্দিন, ৭। কামরুজ্জামান কামু (২৪) পিতা-আব্দুল করিম মন্ডল সর্ব সাং-মালিদহ, ৮। মিজানুর রহমান @ মিজু (৪৫) পিতা-মৃত ওসমান আলী, সাং-দমদমা, ৯। মোঃ আব্দুল আলীম (৪৫) পিতা-মৃত আঃ সামাদ সাং-অনন্তপুর, সর্ব থানা-পাঁচবিবি জেলা- জয়পুরহাট মোট ০৯ জন জুয়াড়ীদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage