লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ জন জিআর আসামী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা  এর নির্দেশ ক্রমে এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা লালপুর থানাধীন লালপুর উপজেলা মোড় হইতে ইং ২৬/১১/১৯ তারিখ সকাল ০৭.১০ ঘটিকার সময় জিআর গ্রেফতারী পরোয়ানা প্রাপ্ত আসামী শ্রী সঞ্জয় কুমার (৩৩), পিতা- মৃত মনিন্দ্রানাথ, সাং-  মাধবপুর (চকবাদেকুল পাড়া), থানা- লালপুর, জেলা- নাটোর কে গ্রেফতার করে নাটোর জেলা কারাগারে প্রেরণ করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage