বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আসামী গ্রেফতার

বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে বগুড়া সদর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ বাপ্পি (২৩), পিতা- গোলাম মোস্তফা, মাতা- বেবী স্থায়ী : গ্রাম- গন্ডগ্রাম (পূর্বপাড়া) , উপজেলা/থানা- শাজাহানপুর, বগুড়া, বাংলাদ ২.  মোঃ মোমিনুল ইসলাম @ মোমিন (৩০), পিতা- মৃত আব্দুল মজিদ স্থায়ী : গ্রাম- পুরান বগুড়া (হিন্দুপাড়া) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ ৩,  মোঃ আশিক (২৫), পিতা- মৃত মোসলেম প্রাং স্থায়ী : গ্রাম- গন্ডগ্রাম (পূর্বপাড়া) , উপজেলা/থানা- শাজাহানপুর, জেলা-বগুড়ারাদেরকে বগুড়া সদর থানাধীন সাতমাথাস্থ বি,আরটিসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে ৫৫(পঞ্চান্ন) পিচ মাদকদ্রব্য লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট ওজন ৫.৫  গ্রাম সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৯১, তারিখ- ২৫ নভে, ২০১৯; জি আর নং-১২৬৫/১৯, তারিখ- ২৫ নভে, ২০১৯; সময়- ১২.৫০ ঘটিকা। ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage